Logo
Logo
×

খবর

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল চারজনের

চার জেলায় নিহত আরও ৪

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জে প্রাণ গেছে চারজনের। এ ছাড়া চার জেলায় নিহত হয়েছে আরও চারজন। তাদের মধ্যে বাগেরহাটের শরণখোলায় শিশু, গাজীপুরের টঙ্গী, গাইবান্ধা ও নেত্রকোনার আটপাড়ায় তিন মোটরসাইকেল আরোহী রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে অটোরিকশা চালক রফিক মিয়া, বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। রোববার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চাপায় শিবলী হাসান নামে এক নবম শ্রেণির ছাত্র নিহত ও মোটরসাইকেল আরোহী দুজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি ও স্পিড ব্রেকারের স্থাপনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নিহত শিবলী হাসান গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আহতরা হলেন-দিনারপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও বাউসা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে বিল্লাল হোসেন, দ্বাদশ শ্রেণির ছাত্র ও দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের আইন উদ্দিনের ছেলে ইকবাল আমীন।

শরণখোলা (বাগেরহাট) : শরণখোলায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মারিয়া নামে ৯ মাসের এক শিশু মারা গেছে। আহত হয়েছেন শিশুটির মা নাসছিন বেগমসহ আরও চারজন। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর-আমড়াগাছিয়া সড়কের শহিদ মুন্সির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের জুয়েল সরদারের একমাত্র সন্তান। আহত অন্যরা হলেন উপজেলার রাজাপুর গ্রামের ভ্যানচাল আব্দুল লতিফ, তার মেয়ে এলমা আক্তার ও একই গ্রামের বাদল খলিফার ছেলে মোটরসাইকেল চালক সিয়াম খলিফা।

টঙ্গী পশ্চিম (গাজীপুর) : টঙ্গীতে কাভার্ডভানের চাকায় পিষ্ট হয়ে কানন হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারি পাড়ার আলী হোসেনের ছেলে। রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন শালিকচুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আহম্মেদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুরে।

আটপাড়া (নেত্রকোনা) : আটপাড়া উপজেলার তেলিগাতী-নেত্রকোনা সড়কে রোববার সন্ধ্যায় মোটর সাইকেল ও লড়ির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। নিহত ও আহতরা মোটরসাইকেল আরোহী। নেত্রকোনা থেকে তেলিগাতী আসার পথে মাটিকাটা গ্রামের পাশে মোটরসাইকেলকে পেছন থেকে লরি ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে মোজাম্মেল নিহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম