সারা দেশে দাবদাহ
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। আরও অন্তত তিন দিন দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া বিভাগ। এর মধ্যে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ রূপ ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুরু হয়ে এই ছুটি চলবে বৃহস্পতিবার ৮ জুন পর্যন্ত। এর আগে শনিবার একই কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলমান বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের অবশিষ্ট ম্যাচগুলোও স্থগিত করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, সারা দেশে তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ৮ জুনের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
