Logo
Logo
×

খবর

বগুড়ায় পালটাপালটি কর্মসূচি

সেন্ট্রাল স্কুলে সভা করল গণতন্ত্র মঞ্চ, নিজ অফিসে যুবলীগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ায় একই জায়গায় পালটাপালটি কর্মসূচি ডাকলেও অবশেষে গণতন্ত্র মঞ্চ মঙ্গলবার দুপুরে শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সমাবেশ করেছে। পালটা কর্মসূচি আহবানকারী জেলা যুবলীগ শান্তি সমাবেশ করেছে টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় জনগণের মাঝে স্বস্তি দেখা দেয়। তবে গণতন্ত্র মঞ্চের সমাবেশে সরকারি দলের এহেন আচরণে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

গণতন্ত্র মঞ্চের সমাবেশে জাসদ রব (জেএসডি) বগুড়া জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় নেতা রেজাউল বারী দিপনের সঞ্চালনায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম প্রমুখ।

গণতন্ত্র মঞ্চ অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচসহ ১৪ দাবিতে রোববার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন জেলা পেরিয়ে দিনাজপুর অভিমুখে রোডমার্চ উপলক্ষ্যে গণতন্ত্র মঞ্চ মঙ্গলবার বেলা ১১টায় শহরের সাতমাথায় খোকন পার্কে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। জেলা যুবলীগও একই সময়ে সেখানে শান্তি সমাবেশের ডাক দেয়।

বগুড়া জেলা যুবলীগ শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে। জেলা সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ নেতারা বক্তব্য দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম