Logo
Logo
×

খবর

সোনাগাজীতে মা ছেলে হত্যা মামলায় চারজন গ্রেফতার

Icon

ফেনী ও সোনাগাজী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদে পারিবারিক কলহের জেরে বিবি হাজেরা মনি ও তার ছেলে ইমরান হোসেন ইয়ামিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবারের এ ঘটনায় হাজেরার মা বাদী হয়ে নিহতের স্বামীকে প্রধান আসামি করে মামলা করলে ওইদিন রাতেই চারজনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার আসামিরা হলেন-নিহতের স্বামী মো. সোহেল, তার দুই ভাই মো. সাইফুল ও মো. দিদার, শ্বাশুড়ি কমলা বেগম, দেবর সাইফুলের স্ত্রী নাজমা বেগম, নয়ন, মো. নুরুল আফসার এবং মো. হানিফ। এদের মধ্যে সাইফুল, দিদার ও নুরুল এবং হানিফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়ে সোনাগাজী মডেল থানার ওসি মুহা. খালেদ হোসেন বলেন, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ওই ঘটনায় আহত নিহতের ছেলে ইয়ামিন ফেনী জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম