Logo
Logo
×

খবর

ধুনটে বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার ধুনটে প্রতিবেশী বৃদ্ধাকে মারধর থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আকুল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিমুলকান্দি গুচ্ছগ্রামের মোহাজ্জেল হোসেনের ছেলে। ঘটনার সময় মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আকুলের বাবাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শিমুলকান্দি গুচ্ছগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান জেমস মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আকুলের প্রতিবেশী বিধবা ফতে বেওয়া রান্না করায় চুলার ধোঁয়া ও তাপ পাশের বাড়ির মনির হোসেনের মুরগির খামারে যায়। এতে ক্ষুব্ধ খামার মালিক মঙ্গলবার রাতে ওই নারীকে মারতে যায়। এ সময় আকুল ও তার বাবা বৃদ্ধাকে রক্ষায় এগিয়ে যান। তখন বাবা-ছেলেকে মারধর এবং ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই আকুল হোসেন মারা যান।

বুধবার নিহতের মা আম্বিয়া খাতুন ধুনট থানায় প্রতিবেশী আকবর হোসেনের ছেলে মনির হোসেনসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রধান আসামি মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই জাহাঙ্গীর জানান, মনিরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম