Logo
Logo
×

খবর

শরীয়তপুরে ধর্ষণ হত্যায় প্রেমিকের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরের ডামুড্যায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিকের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার বড় নওগাঁ গ্রামের বাবু চৌকিদার (২৫)। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন একই গ্রামের জুয়েল খান (১৯), ফারুক সরদার (২৪) ও চরভয়রা গ্রামের তানভীর হোসেন শামীম (২৪)। আসামিদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ওই ভুক্তভোগী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাবু চৌকিদারের। ওই স্কুলছাত্রী বাবুকে বিয়ের জন্য চাপ দেয়। ২০২০ সালের ২১ অক্টোবর বাবু পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বাবুর সহযোগী জুয়েল, ফারুক ও তানভীর ধর্ষণ করতে চাইলে ওই স্কুলছাত্রী চিৎকার দেয়। পরে তারা সবাই মিলে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দেয়। পরদিন ওই মেয়েটির বাবা বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজ আহমেদ বলেন, আসামিদের সাজা দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসামিপক্ষের আইনজীবী শাহ আলম বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম