Logo
Logo
×

খবর

চট্টগ্রামে চালু হচ্ছে দুটি পর্যটক বাস

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো চালু হচ্ছে পর্যটক বাস। নগরীর টাইগারপাস থেকে প্রধান পর্যটন স্পট পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফৌজদারহাটে নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চলবে এই বাস। কাল পর্যটকদের জন্য নতুন এ বাস সেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।

প্রাথমিক পর্যায়ে বিআরটিসির দুটি দ্বিতল বাসকে পর্যটক বাস হিসাবে তৈরি করা হয়েছে। এর মধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি ছাদখোলা বাসও রাখা হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা ও ৪টায় টাইগারপাস থেকে ডিসিপার্ক হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতের পথে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরবে বাস দুটি। তবে ছুটির দিনগুলোতে বিকালের পাশাপাশি সকালেও চলাচল করবে এই দুই বাস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম