Logo
Logo
×

খবর

বোয়ালমারীতে চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামে টিউবওয়েল চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় শিশু নির্যাতনের দায়ে স্থানীয় ইউপি সদস্যের ভাই নজরুল শেখকে পুলিশ আটক করে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠিয়েছে।

উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখের একটি টিউবওয়েল সম্প্রতি চুরি হয়। ইউপি সদস্য মো. নাজমুল শেখ, তার ভাই নজরুল শেখ ও একই গ্রামের হাসান খন্দকার শ্যালোমেশিনের টিউবওয়েল চুরির অপবাদে সুমন শেখ এবং সৌরভ আলী নামে দুই শিশুকে পায়ে শিকল বেঁধে মঙ্গলবার স্থানীয় নাজমুল মেম্বারের ধানের চাতালে শুইয়ে রাখে। পরে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

ভুক্তভোগী সুমন শেখ চাপলডাঙ্গা গ্রামের খাঁ পাড়া এলাকার দরিদ্র রিকশাচালক মিন্টু শেখের ছেলে। আর সৌরব আলী মুক্তারপুর গ্রামের কৃষক আলীবর শেখের ছেলে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে পারছে না ভুক্তভোগী ওই দুই পরিবার। এমনকি এ ব্যাপারে আইনের আশ্রয় নিতেও ভয় পাচ্ছে। নির্যাতিত সুমন শেখের চাচা মিরাজ শেখ বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে ভয়ে চুরির কথা স্বীকার করে দুই শিশু।

ভুক্তভোগী সুমন শেখ জানায়, প্রতিবেশী একজনের সঙ্গে জাম বিক্রির জন্য বোয়ালমারী বাজারে যাচ্ছিলাম। এ সময় নাজমুল মেম্বারের ভাই নজরুল ভ্যান থেকে আমাকে নামিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন চালায়। এ বিষয়ে নির্যাতনকারী ইউপি সদস্য মো. নাজমুল শেখের মুঠোফোনে একাধিকবার কল করেও ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অপর নির্যাতনকারী চাপলডাঙ্গা গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে হাসান খন্দকারের সঙ্গে যোগাযোগ করলে সাংবাদিকদের কথা শুনে ফোনটি কেটে দেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম