Logo
Logo
×

খবর

চাঁদপুরে কর্মশালায় বিচারপতি ওবায়দুল হাসান

হাতেনাতে ধরা পড়া মাদক মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারকদের সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তি কীভাবে করা যায়, সেই বিষয়ে দক্ষতা দেখাতে হবে। হাতেনাতে আটক হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

শুক্রবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারপতি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নানামুখী উদ্যোগের ফলে মামলা নিষ্পত্তির হার বাড়ছে। পাশাপাশি বিচারপ্রার্থীদের হয়রানিও লাঘব হচ্ছে। তিনি চাঁদপুর বিচার বিভাগের বিচারক ও আইনজীবীদের মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে দিকনির্দেশনা দেন এবং দেওয়ানি ও ফৌজদারি মামলায় আইনের সঠিক প্রয়োগ, আদালতের সঠিক ব্যবস্থাপনার উপর নজর দিতে বলেন।

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে বিচারক ও আইনজীবীদের অংশগ্রহণে কর্মশালায় স্বাগত ও সভাপ্রধানের বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ বেপজার সদস্য নাফিসা বানু, বিজ্ঞ বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জান্নাতুল ফেরদাউস চৌধুরী ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোস্তফা কামাল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম