নকলা টঙ্গীবাড়ি সিঙ্গাইরে বজ্রপাতে ঝরল ৪ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বজ্রপাতে দেশের তিন স্থানে শুক্রবার ৪ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে শেরপুরের নকলায় মাদ্রাসাছাত্রসহ দুজন, মানিকগঞ্জের সিংগাইরে ধানকাটা শ্রমিক এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিশু মারা যায়। প্রতিনিধিদের পাঠানো খবর-
শেরপুর : নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ গ্রামের দিনমজুর শফিক মিয়ার ছেলে ও স্থানীয় কুটেরচর জোনাব আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র সাব্বির মিয়া ব্রহ্মপুত্র নদের পাড়ে বজ পাতে প্রাণ হারায়। এছাড়া গণপদ্দী ইউনিয়নের বরইতার গ্রামের আতশ আলীর ছেলে কৃষক শিপন মিয়া ঘোড়ামারা নদীর পাড়ে বজ পাতে প্রাণ হারায়।
ইউনিয়নে চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, সাব্বির বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, বৃষ্টির মধ্যে শিপন গরু আনতে গেলে বজ পাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সিংগাইর (মানিকগঞ্জ) : শ্রমিক রাকিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট গ্রামের বাসিন্দা। দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের শের আলীর জমিতে ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে অকস্মাৎ বজ পাতের শিকার হন। এ সময় সঙ্গে থাকা আরও এক শ্রমিক আহত হন।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কের পাশে বালুর মাঠে ফুটবল খেলছিল শিশু অপূর্ব মণ্ডল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে বজ পাতে তার মৃত্যু হয়। অপূর্ব ওই গ্রামের উত্তম মণ্ডলের ছেলে।
