Logo
Logo
×

খবর

শিক্ষককে তুলে নিয়ে মারধর

সাদা স্ট্যাম্পে দস্তখত নিল দুর্বৃত্তরা

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩নং জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমির হোসেনকে বৃহস্পতিবার জোর করে তুলে নেওয়া হয়। একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ওই দিনই তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মো. আমির হোসেন পাকুন্দিয়া থানায় দুর্বৃত্তদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। পুলিশ শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

শিক্ষককে তুলে নেওয়ার ঘটনা জানাজানি হলে প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা অবিলম্বে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার দাবি করেছেন।

স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার পথে শিক্ষক মো. আমির হোসেনকে পাকুন্দিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তুলে নেয় একদল চিহ্নিত দুর্বৃত্ত। এদের মধ্যে হারুন অর রশিদ নামে একজনের বাড়িতে নিয়ে তাকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে সাদা স্ট্যাম্পে দস্তখত দিতে বাধ্য করা হয়।

আমির হোসেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, পারিবারিক অর্থ লেনদেনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম