ঘুস নেওয়ার নির্দেশনা

নাজিরপুরের সেই এসি ল্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু

 পিরোজপুর প্রতিনিধি 
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নামজারি করতে ঘুসের পরিমাণ নির্ধারণ করে নির্দেশনার কথোপকথন ভাইরাল হওয়া ঘটনায় অভিযুক্ত পিরোজপুরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড মাসুদুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের এ কমিটি মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম হোসেন (কমিটি প্রধান), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় ও সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) রিয়াজ মাহমুদ।

তদন্ত কমিটি এদিন অভিযুক্ত সহকারী কমিশনার মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার), উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির প্রধান সেলিম হোসেন জানান, তদন্ত চলছে। এ মুহূর্তে কিছু বলা যাবে না। সাত কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের এক সভায় ‘ক’ তফশিলের দলিলপ্রতি ৬ হাজার টাকা এবং ‘খ’ তফশিলের নামজারি করাতে ১৫ হাজার টাকা ঘুস নেওয়ার নির্দেশনা দেন মাসুদুর রহমান। ঘুস নেওয়া টাকার ‘ক’ তফশিলের ৪ হাজার এবং ‘খ’ তফশিলের ১০ হাজার টাকা তাকে (এসি ল্যান্ড) দিতে বলেন। বাকি টাকা নিতে বলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন