জাতীয় বিশ্ববিদ্যালয়েও প্রকৌশল বিষয় চালু করতে হবে: ছাত্রলীগ সভাপতি

 রাবি প্রতিনিধি 
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়েও ইঞ্জিনিয়ারিং বিষয় চালু করতে হবে। তিনি মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চতুর্থ সম্মেলনের উদ্বোধনকালে এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি মোহা. ইসফাক ইয়াশশির ইপু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। বিশেষ অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। বিশেষ বক্তা ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. আবু সাঈদ কনক ও এনামুল হক তানান।

এর আগে দুপুর ১টায় দলীয় ও জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এরপর বেলুন ওড়ানো ও পায়রা মুক্ত করা হয়। দীর্ঘ প্রায় সাত বছর পর রুয়েট শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম বলেন, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানে অসংখ্য তরুণ-তরুণী পড়ালেখা করে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাব, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়েও যেন ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো খোলা হয়। সেখানেও বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ তৈরি করে দেওয়া হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন