Logo
Logo
×

খবর

সিদ্ধিরগঞ্জে সড়কে ঝরল তিন প্রাণ

পাঁচ জেলায় নিহত আরও ৬

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর, বগুড়ার নন্দীগ্রাম, বরিশালের মুলাদী ও লক্ষ্মীপুরের রায়পুরে নিহত হয়েছেন আরও ছয়জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প এলাকায় বুধবার রাত ১০টার দিকে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী বলে পুলিশের ধারণা। তবে পুলিশ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করেও পারেনি তাদের ফিঙ্গার প্রিন্ট না মেলায়। এ ছাড়া বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে কভার্ডভ্যান চাপায় রিকশাচালক বাচ্চু মিয়া নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রামের রাজারহাটের আবুল মিয়ার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের পুশকনী এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন-অটোরিকশার যাত্রী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজারের ইসকত আলীর স্ত্রী খলেস বেগম ও শিবগঞ্জ পৌর এলাকার বীরেন ভকতের ছেলে ততন ভকত।

কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার সকালে পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেছে জামাল উদ্দিন নামে জেলা ট্রাফিক পুলিশ কর্মকর্তার। টিএসআই জামাল উদ্দিন টাঙ্গাইলের সদর উপজেলার গালা এলাকার জোনাব আলীর ছেলে।

বগুড়া : নন্দীগ্রামে মোটরসাইকেল মেকানিক্স রিমন হোসেনের কক্সবাজার ভ্রমণে যাওয়া হলো না। মোবাইল ফোনের কাভার পাল্টানোর জন্য দোকানে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল মহাসড়কের ওপর ছিটকে পড়লে তিনি নিহত ও তার বন্ধু রাকিবুল ইসলাম আহত হন। বগুড়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সন্ধ্যায় উপজেলার কাথম বেড়াগাড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে রিমনের কক্সবাজার ভ্রমণে যাওয়ার কথা ছিল।

মুলাদী (বরিশাল) : মুলাদী পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অটোরিকশার ধাক্কায় জায়েদা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুরের অলিউল্লাহ মিয়ার স্ত্রী।

লক্ষ্মীপুর : রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে বৃহস্পতিবার বিকালে অটোরিকশার চাপায় ইব্রাহিম হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। সে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুরের মফিজ উল্যার ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম