ফরিদপুর-ভাঙা রেললাইন
রেলপাতের ১৫শ ক্লাম্প চুরির ঘটনায় মামলা
ভাঙা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর-ভাঙা রেললাইনের পাতের ১৫শ ক্লাম্প চুরির ঘটনায় মামলা করা হয়েছে। রাজবাড়ী জিআরপি থানায় বৃহস্পতিবার এ মামলা করেছে রেলওয়ে পুলিশ। দুর্বৃত্তরা ক্লাম্প খুলে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রী বোঝাই রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন।
নির্জন জায়গা হওয়ায় বুধবার যে কোনো সময় ১৫শ ক্লাম্প চুরি করা হয়। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেললাইন উদ্বোধন করবেন। সেদিন থেকেই ঢাকা থেকে ভাঙা হয়ে রাজশাহী পর্যন্ত সরাসরি চলাচল করবে মধুমতী এক্সপ্রেস। রেললাইনের পাতের ক্লিপ এখনো মাঝে মধ্যে ফাঁকা রয়েছে, অনেক জায়গায় লাগানো হয়নি ক্লাম্প। চুরি হওয়া লোহার ক্লাম্পের ওজন ২৫ মন হবে। ধারণা করা হচ্ছে, পাশে নদী থাকায় চোররা নদীতে ট্রলার এনে ক্লাম্পগুলো নিয়ে পালিয়ে গেছে। ভাঙা রেলস্টেশনের টিকিট মাস্টার মো. আরিফ বলেন, রেলের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা পুসটলি নিয়ে প্রতিদিনের ন্যায় রাজবাড়ী থেকে ভাঙা পর্যন্ত রেলপথ চেকিং করছিলেন। তারা দেখতে পান, ১৫টি রেল পাতের ১৫শ’র অধিক ক্লাম্প খুলে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে মিস্ত্রি এনে আবার লাগিয়ে দেওয়া হয়। রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বাসু বলেন, এটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
