চট্টগ্রামে জশনে জুলুস ২৮ সেপ্টেম্বর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে চট্টগ্রামে এবারও আয়োজন হবে বড় জশনে জুলুস। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম এই জুলুসে নেতৃত্ব দেবেন পাকিস্তানের ছিরিকোট দরবার শরীফের পীর সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ। বৃহস্পতিবার আয়োজক সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সংবাদ সম্মেলন করে প্রস্তুতির বিষয়ে জানায়। বলা হয় সকাল ৯টায় ষোলশহর আলমগীর খানকাহ শরীফ থেকে জুলুস বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে মাহফিলে মিলিত হবে। তিনদিন আগে ২৫ সেপ্টেম্বর একই সংস্থার আয়োজনে রাজধানী ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা থেকেও জুলুস বের করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।
