Logo
Logo
×

খবর

জাবি উপাচার্য নিয়োগে অর্থ লেনদেন সিনেটের অসম্মান: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য নিয়োগে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এমনকি অনৈতিক প্রভাব খাটিয়ে উপাচার্যকে চেয়ারে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয় সিনেটের চূড়ান্ত অসম্মান হয়েছে বলে দাবি করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি থেকে বুধবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য নিয়োগে অনৈতিক প্রভাবের অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুরাহার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, গত বছরের ১২ আগস্ট অনুষ্ঠিত উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী প্রার্থী ঠিকাদার প্রতিষ্ঠানের অনৈতিক অর্থ লেনদেনের কারণে উপাচার্য হতে পারেনি। এতে বিশ্ববিদ্যালয়ের সিনেটের চূড়ান্ত অসম্মান হয়েছে। এতে আরও বলা হয়, অনৈতিক সম্পর্ক ও অর্থের বিনিময়ে নারী শিক্ষার্থীদের ফল এবং নিয়োগে বেআইনি প্রভাব বিস্তারের অপরাধে অভিযুক্ত ‘একজন শিক্ষক’ উপাচার্য নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন বলে নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমার অনুগ্রহে চেয়ারে বসে আমাকেই ভুলে গেছে জাবি উপাচার্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম