পটুয়াখালীতে সংবাদ সম্মেলনে কাঁদলেন এমপিপুত্র
বাবাকে হাসপাতালে রেখে রাস্তায় ভোট চাইতে পারব না
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে আমরা দুই ভাই রাস্তায় রাস্তায় ভোট চাইব, এটা কেমন মানসিকতা, এটাকে আপনারা কিভাবে নেবেন। যেখানে বাবা ৫ দিন আইসিউতে অচেতন ছিলেন।’ পটুয়াখালী প্রেস ক্লাবে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন পটুয়াখালী-১ আসনের এমপি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মেজো ছেলে অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি। এ সময় বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে অঝোরে কাঁদেন কনিষ্ঠপুত্র আরিফুজ্জামান রনি।
পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দলীয় মনোনয়ন চাওয়ার প্রস্তুতি ছিল না। হঠাৎ করে বাবা অসুস্থ হলে তার বদলে আমাকে নিয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়।
এমপিপুত্র আরও বলেন, যেহেতু ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, তাই রাজনৈতিক পরীক্ষা আগেই দিয়েছি। আমি ও আমরা শাহজাহান উকিলের সন্তান, এর থেকে বড় পরিচয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার পরিবার ৬৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমার পরিবার ও বাবাকে সবাই চেনেন এবং জানেন। তবে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নেব, আর যদি অন্য কাউকে দেন, তা হলে আমরা তার পক্ষে কাজ করব। তবুও বাবার মতো মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি ও আমার ছোট ভাই সাবেক জেলা ছাত্রলীগ ও যুবলীগ আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি পটুয়াখালীতে রাজনীতি করছি, আমাদের সম্পর্কে সবই জানেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অ্যাডভোকেট আব্দুস ছালাম, সামসুল আলম প্রমুখ।
