Logo
Logo
×

খবর

কিশোরগঞ্জে গাঁজা বিক্রির টাকার দ্বন্দ্বে ছেলের হাতে খুন

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ শহরে চার কেজি গাঁজা বিক্রির টাকার বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলের হাতে খুন হয়েছেন আব্দুল আওয়াল। এ হত্যায় সহযোগিতা করেছেন আওয়ালেরই স্ত্রী ও জামাই। বুধবার বিকালে কিশোরগঞ্জের আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক মো. রাসেল। এর আগে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট বটতলা রেললাইন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

আদালতে জবানবন্দিতে রাসেল জানান, গাঁজা বিক্রির টাকা নিয়ে বাবা আওয়ালের সঙ্গে তার মা রেহানা বেগম ও ভগ্নিপতি তামিমের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে পরিকল্পনা অনুযায়ী ১০ সেপ্টেম্বর রাত আড়াইটায় রাসেলসহ তিনজন আওয়ালের দোকানের সাটারে জোরে শাবল দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় তিনি দোকান থেকে বের হলে জামাই তামিম তার চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। এ সময় তারা শাবল দিয়ে আওয়ালের মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি মারা গেছেন ভেবে পালিয়ে যান।

মামলার বিবরণে জানা গেছে, মুমূর্ষু অবস্থায় আওয়ালকে প্রথমে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি একইদিন বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম