|
ফলো করুন |
|
|---|---|
ফুটওয়্যার ব্র্যান্ড বাটা গ্রুপ বৃহস্পতিবার নানা আয়োজনের মাধ্যমে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। ১৮৯৪ সালের এ দিনে যাত্রা শুরু বাটার। এই প্রথমবারের মতো বাটা চিলড্রেন প্রোগ্রামের চেয়ারম্যান মনিকা পিগনাল বাটা বাংলাদেশ পরিদর্শনে এসেছেন। বাটা চিলড্রেন প্রোগ্রাম শিশুদের জীবন কিভাবে প্রভাব ফেলছে তা প্রত্যক্ষ করতে তিনি বিসিপি স্কুলও পরিদর্শন করেন। এই প্রোগ্রামে মনিকা পিগনাল বাটার সঙ্গে বাটা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর দেবব্রত মুখার্জি ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনালের সঙ্গে বিশ্বব্যাপী পার্টনারশিপের কথা ঘোষণা করে আনন্দ প্রকাশ করেছে বাটা। ২০১১ সাল থেকে বাটা’র কর্মকাণ্ডের আওতাধীন এলাকাগুলোতে ৪০০,০০০-এরও বেশি শিশুকে সহায়তা করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।
