সদরপুরে নিখোঁজের ১৫ দিন পর খালে গৃহবধূর লাশ
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সদরপুরে নিখোঁজের ১৫ দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হাসি বেগম। উপজেলার মজুদার খাল থেকে বুধবার রাতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাসি বেগম উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের হাবিবুর শেখের মেয়ে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার জামতলায় স্বামীর বাড়ি থেকে ৭ সেপ্টেম্বর সকালে বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে বের হয় হাসি। এরপর বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাচ্ছিল না পরিবার। সদরপুর-ভাঙ্গার সীমান্তবর্তী ভূবনেশ্বর নদের শাখা মজুদার খাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাসি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের হাবিবুর শেখের মেয়ে। প্রায় ১০ বছর আগে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের শেখ শাহ আলমের ছেলে মোতালেব শেখের সঙ্গে হাসির বিয়ে হয়। মোতালেব ঢাকায় ড্যানডিং মিস্ত্রি হিসেবে কাজ করেন।
এ ব্যাপারে হাসির বাবা হাবিবুর শেখ ও স্বামী মোতালেব সদরপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। মোতালেবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
