Logo
Logo
×

খবর

রাজশাহীতে ক্লিনিকে অস্ত্রোপচার বন্ধের কর্মসূচি প্রত্যাহার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহী মহানগরীর বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার (অপারেশন) বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী ইউনিট বৃহস্পতিবার সন্ধ্যায় এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাচিপ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার নওশাদ আলী। এর আগে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টের (বিএসএ) পক্ষ থেকে অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসকদের ফি বৃদ্ধির দাবি জানানো হয়। সেই দাবিকে অযৌক্তিক উল্লেখ করে ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী ইউনিট বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের অপারেশন বন্ধের ডাক দেয়। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবীরের মধ্যস্থতায় এবং অধ্যক্ষ নওশাদ আলীর নেতৃত্বে উভয়পক্ষের আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। বিকাল থেকে উভয়পক্ষের নেতাদের সঙ্গে মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সেমিনার রুমে সভা অনুষ্ঠিত হয়।

বিএসএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা. খিজির হোসেন বলেন, আমাদের নির্ধারিত দাবির সামান্য কিছু ফি বৃদ্ধি করা হয়েছে। উভয়পক্ষ বসে আমরা সমঝোতায় এসেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম