Logo
Logo
×

খবর

চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণ চেষ্টা

পুলিশ পরিদর্শকের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাবেক পুলিশ পরিদর্শক (বরখাস্ত) মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা বৃহস্পতিবার এ আদেশ দেন। মিজানকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১২ জুলাই নগরীর এক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ও তার বন্ধুকে তুলে নিয়ে যান মিজানুর রহমান। মেয়েটিকে নগরীর চকবাজারে একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিজানুর রহমান। এ ঘটনায় ওই বছরের ১৬ জুলাই মেয়েটির বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মিজানুর রহমানসহ তিনজনকে আসামি করে মামলা করেন। বাকি দুই আসামি ওই হোটেলের কর্মচারী। ঘটনার পর প্রায় সাড়ে তিন মাস পলাতক থাকা মিজানুর রহমান ২০১১ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেলহাজতে পাঠান। হাইকোর্টের আদেশে ২০১২ সালের জুলাই তিনি জামিনে মুক্তি পান।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী যুগান্তরকে বলেন, ‘মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ১০ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম