Logo
Logo
×

খবর

এবার ক্ষমতায় গেলে বিএনপি দেশ গিলে খাবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তথ্য ও সম্প চার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে রিজার্ভ ছিল চার বিলিয়ন। বিএনপি রিজার্ভও খেয়ে ফেলেছিল। তারা অর্থনীতি গিলে ফেলেছিল। এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ গিলে ফেলেছিল। এবার যদি ক্ষমতায় যেতে পারে, বিএনপি দেশসহ গিলে খাবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে শনিবার বিকালে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এদিন যুবলীগের এ সম্মেলনে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার তৃণমূলের নেতাকর্মীরা যোগ দেন। সম্মেলনে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার আরজু। সঞ্চালক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ।

ড. হাছান মাহমুদ আরও বলেন, কর্মসূচি দিয়ে বিএনপি নেতারা অক্টোবরে নাকি ফাইনাল খেলা খেলবে। আমরা ফাইনাল খেলার অপেক্ষা করছি। ফাইনাল খেলার আগে বিএনপি দেখতে পাবে তাদের দলের ১১ জন নেই। অন্য দলে চলে গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম