Logo
Logo
×

খবর

নোয়াখালীতে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

Icon

নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর চাটখিলে এক যুবলীগ নেতাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. রনি পালোয়ান (৩২)। রনি চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের শাহজাহানের ছেলে। তিনি চাটখিল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। পেশায় সিএনজি অটোরিকশাচালক।

পুলিশ শনিবার বেলা সোয়া ১১টায় চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রতিবেশী এক নারী শনিবার সকাল সাড়ে ৬টায় বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরিবারের সদস্যরাও লাশ শনাক্ত করে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম