Logo
Logo
×

খবর

রাঙ্গুনিয়ায় গোসলে নেমে ডুবে ছাত্রীর মৃত্যু

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে নাবিলা আকতার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাবিলা ওই গ্রামের মো. এনামুল হকের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরে ফুফুর সঙ্গে গোসলে নামলে নাবিলা। একপর্যায়ে উভয়ে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাবিলাকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম