Logo
Logo
×

খবর

সিলেটে নাট্যকর্মীদের ওপর হামলায় ৬০ জনের নামে মামলা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটে নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে সিলেট কোতোয়ালি মডেল থানায় সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত বাদী হয়ে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। তবে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি ঘটনায় জড়িতদেরও শনাক্ত করতে পারেনি।

বৃহস্পতিবার মহানগরের কিনব্রিজ এলাকার সারদা হলে বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সিলেটের সংস্কৃতিকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে। হামলায় ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তারা।

ঘটনার প্রতিবাদে আজ মহানগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে। এর আগে সারদা হলে সংস্কৃতিকর্মীরা জমায়েত হয়ে নগরে মৌন মিছিল করে শহীদ মিনারে মিলিত হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মামলা হয়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম