চাঁদপুরে সাতটি স্বর্ণের বারসহ দুজন আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ঢাকায় পাচারকালে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩৫৪ ভরি ওজনের ৭টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আটক বিকাশ ধর সুমন ও মনোরঞ্জন ভৌমিক দুজনই চট্টগ্রামের বাসিন্দা। শনিবার বিকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এসব তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার কিলো-১ ডিউটি অফিসার ও সঙ্গীয় ফোর্স বঙ্গবন্ধু সড়কের আল-আমিন একাডেমির প্রবেশপথে চেকপোস্ট বসায়। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। এর আসনে বসা বিকাশ ও মনোরঞ্জনের সঙ্গে কথা বললে আচরণ ও কথা অসংলগ্ন মনে হয়। পুলিশ তাদেরকে চেক করে বিকাশের কোমরের বেল্টের মধ্যে টেপ পেঁচানো ৫টি এবং মনোরঞ্জনের কোমরের বেল্ট থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা স্বর্ণের বারগুলো বিপ্লব ধর ও লক্ষণ ধরের কাছ থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, জব্দ স্বর্ণের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৩ রতি। এর আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা। আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।
