‘হাওয়া ভবন’ ভুল হয়ে থাকলে ক্ষমা চান: কাদের সিদ্দিকী
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি হাওয়া ভবন বানিয়েছিলেন, ওটা ঠিক থাকলে ঠিক বলুন। ভুল হয়ে থাকলে ভুল স্বীকার করুন। জনগণের কাছে ক্ষমা চান, জনগণ চাইলে ক্ষমা করবেন। কিন্তু লন্ডন বসে থেকে যা খুশি বলবেন, তাতে নেতা হওয়া যাবে না।’
শনিবার বিকালে উপজেলার কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়ার কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক প্রমুখ।
