আড়াইহাজারে গ্যাস লাইন বিস্ফোরণে দুজনের মৃত্যু
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে অবৈধ গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ দুইজন মারা গেছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন ফ্ল্যাটে বসবাসকারী কানিজ খাদিজা নিপা (৩৫) ও চায়না আক্তার (৩০)। শুক্রবার রাতে সরকারি সফর আলী কলেজের পাশে ছানাউল্লা মিয়ার চারতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এই বিস্ফোরণ ঘটে।
হাসিনা মমতাজ (৫৫) ও সোহাগ (৩৫) নামে দগ্ধ আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
