Logo
Logo
×

খবর

মানিকগঞ্জের ভাড়ারিয়া

বিনা ছুটিতে বেলজিয়ামে ইউপি চেয়ারম্যান

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের বিরুদ্ধে বিনা ছুটিতে বেলজিয়াম যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ইউনিয়নবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন তারা পরিষদে এসে ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সঙ্গে কথা হলে তিনি জানান, চেয়ারম্যান বেলজিয়াম গেছেন কীনা, জানি না। তবে তিনি বেশ কিছুদিন স্টেশনে নেই, এই তথ্য আমার জানা আছে। ওই ইউপি চেয়ারম্যান বেলজিয়ামের নাগরিক বলে জানা গেছে।

ভাড়ারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান মো. শেখ পান্নু মিয়া জানান, পরিষদের কাউকে কিছু না জানিয়ে কোথায় গেছেন কেউ বলতে পারছে না। ফোন বন্ধ। তিনি পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেও তাকে পরিষদের দায়িত্ব না বুঝিয়ে দেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ট্রেড লাইসেন্স, ওয়ারিশয়ান, জন্মমৃত্যু সনদসহ বিভিন্ন কাজে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন হয়।

সরকারি নিয়ম ভেঙে কোন ইউপি চেয়ারম্যান দেশের বাইরে যেতে পারেন কীনা, এ ব্যাপারে জানতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা পারভীনের কাছে জানতে তার মোবাইল ফোনে কল করে, খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম