চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ড, বগুড়ার শিবগঞ্জ, মুন্সীগঞ্জের শ্রীনগর, ময়মনসিংহের ভালুকা, টাঙ্গাইলের ঘাটাইলে প্রাণ গেছে আরও সাতজনের। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর -
চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর বার আউলিয়ানগরে বুধবার বেলা পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইনজামামউল আলম কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে ও মেহেরাব হোসেন অভি লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে। তারা দুই বন্ধু অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পটিয়া ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাটে আনসার ক্যাম্পের সামনে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত ও আরও এক আরোহী আহত হয়েছেন। নিহত এসএম আজিজুর রহমান খোকন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার আহমদুর রহমানের ছেলে ও আহত বোরহান উদ্দিন নাছির একই এলাকার আবু সিদ্দিকের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচা ভাতিজা। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক গেটে মঙ্গলবার রাত পৌন ১০টায় ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া : প্রাইভেট কারের ধাক্কায় অটোভ্যানযাত্রী গৃহবধূ স্বপ্না বেগম নিহত ও তার শিশু মেয়েসহ দুজন আহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার মোকামতলায় গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না মোকামতলা ইউনিয়নের শংকরপুরের সুমন মিয়ার স্ত্রী।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে। মঙ্গলবার রাত দেড়টায় হাঁসাড়া এলাকায় পিকআপভ্যানকে ট্রাক ধাক্কা দিলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপভ্যানে থাকা মাছ ব্যবসায়ী মাহবুব নিহত হন। তিনি শরীয়তপুরের নড়িয়া সদরের লোকমান হোসেনের ছেলে। অপরদিকে ওইদিন রাত পৌনে ২টায় মহাসড়কের একই এলাকায় পিকআপভ্যান একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঈমন ও শুভ্রত নামে দুজন আহত হন।
ভালুকা (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় বুধবার সকালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুস ছামাদ নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়মোহন গ্রামের আজিজুল হকের ছেলে।
ঘাটাইল (টাঙ্গাইল) : পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না কলেজছাত্রী মনিরা খাতুনের। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তার। বুধবার বিকাল সাড়ে ৪টায় ঘাটাইল-সাগরদিঘী সড়কের কুশারিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাজলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি ধলাপাড়া কলেজ থেকে এবার এইসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি’র ব্যবহারিক পরীক্ষা শেষ বাড়ি ফিরছিলেন তিনি।
