Logo
Logo
×

খবর

ইন্দো-প্যাসিফিক ইকোনমিক সম্মেলন

ভারত গেল চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি দল

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইন্দো-প্যাসিফিক ইকোনমিক কনক্লেভে যোগ দিতে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১১ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল ভারতে গেছে। বুধবার সকালে চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজের নেতৃত্বে তারা চট্টগ্রাম ত্যাগ করেন। বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় দুইদিনের কনক্লেভে ভারতের সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল, ভুটান, তাইওয়ানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী ও প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। চিটাগাং চেম্বার প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, বেনজির চৌধুরী নিশান, নাজমুল করিম চৌধুরী শারুন, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, ওমর মুক্তাদির এবং চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক।

জানা যায়, কলকাতাস্থ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) পক্ষ থেকে চিটাগাং চেম্বারের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কনক্লেভের প্রথম দিনে বিশেষ আলোচনা পর্বে চেম্বার অব কমার্স ইনেশিয়েটিভস ক্রিয়েটিং পার্টনারশিপসে চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ প্যানেলিস্ট হিসাবে অংশ নেবেন। একই দিন চিটাগাং চেম্বার প্রতিনিধিদল দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, বাজার সম্প্রসারণ, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কলকাতায় ভারতীয় বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সঙ্গে বিটুবি ম্যাচ মেকিংয়ে মিলিত হবেন। শুক্রবার বেঙ্গল চেম্বারের অন্যান্য অনুষ্ঠানেও যোগ দেওয়া শেষে শনিবার দেশে ফেরার কথা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম