চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর বড় স্টেশন ইলিশ অবতরণ কেন্দ্রে গেল দুদিনে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। শনি ও রোববার ইলিশভর্তি ১৫টি করে ফিশিং বোট এসেছে এই ঘাটে। যা এবারের ইলিশ মৌসুমের সর্বোচ্চ। ইলিশে বাজার সয়লাব হলেও দাম কমেনি একটুও। এতে দেশের বিভিন্ন স্থান থেকে এই বাজারে এসে হতাশ ক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, দাম আগের চেয়ে কমেছে।
সরেজমিনে দেখা যায়, মৎস্য আড়ত জমে উঠেছে। ব্যস্ত সময় পার করছেন পাইকার, খুচরা ক্রেতা ও শ্রমিকরা। বর্তমানে এ ঘাটে আসা অধিকাংশ ইলিশই সাগর ও উপকূলীয় নদীর বলে জানান আড়তদাররা। নোয়াখালীর হাতিয়া, ভোলার দৌলতখাঁ, চরফ্যাশন, লক্ষ্মীপুর ও আশপাশের অঞ্চল থেকে ট্রলার ও ট্রাকে করে এসব মাছ আসছে। এর মধ্যে হাতিয়া ও দৌলতখাঁ এলাকার ইলিশই বেশি। বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে বলে জানান সেখানকার জেলেরা। তবে ভরা মৌসুম হওয়া সত্ত্বেও এক কেজি ইলিশের জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৫০০-১৮০০ টাকা। ক্রেতারা বলছেন, চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি। এ সুযোগে ব্যবসায়ীরা দামও বেশি নিচ্ছেন।
তবে চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শবেবরাত সরকার জানান, সাগরে সিগন্যাল ও ইলিশের ‘জোবা’ থাকায় সমুদ্র উপকূলীয় অঞ্চলের অনেক ফিশিং বোট উপরে উঠে আসে। তার মধ্য থেকে চাঁদপুরে কিছু বোট মাছ নিয়ে এসেছে। তবে চাঁদপুরের নদ-নদীর ইলিশ খুবই কম। তিনি বলেন, সাগরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় চাঁদপুরের পাইকারি মৎস্য আড়তে ইলিশের সরবরাহ গত দুদিন বৃদ্ধি পেয়েছে। মাছের আমদানি বাড়ার কারণে দামও কেজিতে দেড়শ থেকে দু’শ টাকা ও মনে দুই থেকে আড়াই হাজার টাকা কমেছে বলে দাবি করেন তিনি।
এদিকে ইলিশ ধরা যাবে আর মাত্র ৯ দিন। ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ রক্ষায় নদীতে জাল ফেলা নিষিদ্ধ হচ্ছে।
ছোট ইলিশে সয়লাব দৌলতদিয়া ঘাট : রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ফকা (ছোট) ইলিশ। জেলেরা মাছের ডালিতে করে তা বাজারে তুলছেন।
দৌলতদিয়া বাজারের আড়তদাররা জানান, পদ্মায় এখন প্রচুর ইলিশ থাকার কথা থাকলেও জেলেরা পাচ্ছেন না। যে মাছ তারা পাচ্ছেন তার বেশিরভাগই ফকা ইলিশ। জেলেরা জানান, গত বছর সেপ্টেম্বর ও অক্টোবরে বড় বড় সাইজের ইলিশ পাওয়া গেলেও এ বছর পাওয়া যাচ্ছে না।
রোববার ভোরে দৌলতদিয়ার মাছের বাজারে গিয়ে দেখা যায়, ছোট ছোট ইলিশে সয়লাব বাজার। ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বরিশালের বড় সাইজের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের প্রতি পিস ইলিশ ৮০০ টাকা ও ৪টি ছোট সাইজের ১ কেজি ওজনের ইলিশ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
