Logo
Logo
×

খবর

হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলের

তিন জেলায় আরও তিনজনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সারা দেশে রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষিকা, ময়মনসিংহের গৌরীপুরে ট্রলিচালক এবং কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় নারী এনজিও কর্মীর প্রাণ গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বাহুবল (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কে নিহত জমিলা খাতুন সুনামগঞ্জের জগন্নাথপুরের সুরাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী ও তার ছেলে মতিবুর রহমান। তারাসহ ৪/৫ যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় বাহুবলের চন্দ্রছড়ি যাওয়ার পথে দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বকশীগঞ্জ (জামালপুর) : মাদারেরচর বাজারে দুর্ঘটনায় নিহত রেবেকা সুলতানা রত্না দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মাদারের চর গ্রামের আলামিনের স্ত্রী।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নিহত আব্দুল কদ্দুছ তারাকান্দা উপজেলার হুগলি গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। ধানভর্তি ট্রলিগাড়ি ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

কুমারখালী (কুষ্টিয়া) : নিহত সীমা খাতুন নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী। অফিস শেষে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেল স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম