Logo
Logo
×

খবর

আধিপত্য বিস্তারের জের

পাবনায় ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলি, আহত ৮

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাবনায় জেলা ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে শনিবার মধ্যরাতে গোলাগুলি হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌর এলাকার কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন মাসুম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সজীব, মিলন, রঞ্জু, রাফি, রিহাব, রাকিবুল ওরফে শান্ত, আরাফাত ও আকাশ। জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. জাহিদুল ইসলাম বলেন, আহতদের মধ্যে সজীবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সম্প্রতি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাতের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে শনিবার রাতে দুই গ্রুপে সংঘর্ষ বাধে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কী কারণে, কারা গুলি চালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, আরাফাতের সমর্থকরা মেহেদীর সমর্থকদের ওপর হামলা করেছে। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বারবার সমাধান করে দেওয়ার পরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম