খুলনায় স্লুইস গেটে পলি জমে ২০ গ্রাম জলাবদ্ধ
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া ও সংলগ্ন ২০টিরও অধিক গ্রামের মানুষ জলাবদ্ধ হয়ে পড়েছে। শোলমারী ১০ ভেন্ট স্লুইস গেটের সামনে পলি জমে পানি বের হতে না পারায় এ অবস্থা হয়েছে। শোলমারী গেটের সামনে পলি তুলতে আসা ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়ার বিল-ডাকাতিয়া অঞ্চলের পানি নিষ্কাশনের লক্ষ্যে কেজেডিআরপি প্রকল্পের আওতায় ১৯৯৯ সালে ডুমুরিয়া উপজেলার শোলমারী নদীর মুখে বাঁধ দিয়ে ১০ ভেন্টের স্লুইস গেট নির্মাণ করা হয়। এতে বিল ডাকাতিয়াসংলগ্ন এলাকার মানুষ ২২-২৩ বছর ধরে জলাবদ্ধমুক্ত হয়ে ব্যাপক হারে মিষ্টি পানির চিংড়ি ঘের ও ঘেরের আইলে সবজি চাষ করে আর্থিকভাবে ঘুরে দাঁড়ান। এভাবে বেশ কয়েক বছর ধরে ভালোই চলছিলেন, কিন্তু ওই গেটের সামনে পলি পড়তে পড়তে পানি সরবরাহ এক প্রকার বন্ধ হয়ে গেছে। চলতি বছর মার্চ মাস থেকে ডাকাতিয়া বিলে আবার জলাবদ্ধতা সৃষ্টি হয়। তা ছাড়া চলতি মৌসুমে পর্যাপ্ত বর্ষায় জলাবদ্ধ পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করে। অধিকাংশ চিংড়ি ঘেরের আইল পর্যন্ত পানি ওঠে যাওয়ায় মানুষ নিরুপায় হয়ে উচ্চ মূল্যে নেট কিনে মাছ রক্ষার চেষ্টা করে।
পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে পানি নামা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ ফুট পানি নেমেছে। গেটের ভেতরের পাশ থেকে সামনে শোলমারী নদীর তলদেশ উঁচু হওয়ায় আশানুরূপ পানি নামছে না।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সাংবাদিকদের বলেন, প্রতিদিন ভুক্তভোগী মানুষ এখানে পলি তুলতে নেমে পড়ছে। আর ঠিকাদারও কিছু কাজ করেছে।
