পুত্রবধূকে নিয়ে হাসানের মাথা উদ্ধারে অভিযান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ছেলেদের হাতে খুন হওয়া হাসানের খণ্ডিত মাথা উদ্ধারে পুত্রবধূ আনারকলিকে নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে মাথার হদিস পাওয়া যায়নি। পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সহকারী পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিম জানান, এ নির্মম হত্যাকাণ্ডে জড়িত হাসানের ছোট ছেলে সফিকুর রহমান জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে শুক্রবার মহেশখালী থেকে গ্রেফতার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাসানের খণ্ডিত লাশ গুমের সময় আনারকলিও ছিলেন। গ্রেফতার আনারকলি বলেন, খুনের পরিকল্পনার কথা আমি জানতাম না। শাশুড়িও জানতেন না। এই কাজে স্বামীকে (জাহাঙ্গীর) সহযোগিতা কেবল ভালোবাসার আবেগের টানে। তখন বিবেক কাজ করেনি। তাছাড়া এটি আমার দ্বিতীয় বিয়ে। আমার একটি সন্তান রয়েছে। আগের সংসার ভেঙেছি। এটিও যদি ভেঙে যায়, সবাই আমাকেই দোষ দেবে। সবকিছু চিন্তা করে আমার কিছুই করার ছিল না। লাশ ফেলার সময়ও আমি তাদের সঙ্গে ছিলাম। সম্পত্তি লিখে না দেওয়ায় ২১ সেপ্টেম্বর হাসানকে তার দুই ছেলে মোস্তাফিজ ও জাহাঙ্গীর হত্যার পর দেহ আট খণ্ড করে। এ ঘটনায় পতেঙ্গা থানার এসআই আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। পরে পিবিআই ছায়াতদন্তে নেমে নৃশংস এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে।
