Logo
Logo
×

খবর

যেখানে শেখ হাসিনা সেখানে পেশি শক্তি টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

ছাগলনাইয়া ও ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছেন, নিজেদের দেশে কি করছেন তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে কোনো পেশি শক্তি টিকবে না।

রোববার বিকালে ফেনীর ছাগলনাইয়ার শহিদ মিনার চত্বরে ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা; সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন; শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে এ জনসভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এটা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সবাই মিলে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি কি ভুলে গেছে? দেড় কোটি ভুয়া ভোটার বানিয়ে আপনারা নির্বাচিত হতে চেয়েছিলেন। যারা ভোটকে ভয় পায়, তারাই দেশে-বিদেশে ঘুরে ষড়যন্ত্র করছে। আজ আলোকিত বাংলাদেশ। আমরা আর অন্ধকারে যেতে চাই না।

স্থানীয় সংসদ-সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতারের সভাপতিত্বে জনসভায় অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশীদ ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম