Logo
Logo
×

খবর

চাঁদপুরে ডিবিসির অনুষ্ঠানে হামলা সাংবাদিকসহ আহত ৫

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুরে নির্বাচন নিয়ে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় চিত্রগ্রাহক আনোয়ার সবুজসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার সাংবাদিক গাজী মহসিনকেও মারধর করা হয়। রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার ৮৫ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। চাঁদপুর-৩ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী মৎস্যজীবী লীগ নেতা রেদওয়ান খান বোরহান অভিযোগে বলেন, অনুষ্ঠানে চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খানের (বালুখেকো সেলিম) নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক দলের সদস্যসহ আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শাহালম মাঝি, শামিম, জুয়েল, আল আমিন, বিল্লালসহ স্থানীয় সন্ত্রাসীরা অংশ নেয়। আমার ৪টি গাড়ি ও অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এদিন বিকালে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

 

এদিকে মোবাইলে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি চেয়ারম্যান সেলিম। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম