Logo
Logo
×

খবর

সিলেট জেলা সংসদ

ছাত্র ইউনিয়নের সভাপতি মনীষা সম্পাদক মাশরুখ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ঘাড়ের উপর স্বৈরাচার, রাজপথে এসো মিছিলে-স্লোগানে চাইলে নিজের অধিকার’ স্লোগানকে ধারণ করে সিলেটে ছাত্র ইউনিয়নের (একাংশ) ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মনীষা ওয়াহিদকে সভাপতি এবং মাশরুখ জলিলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতৃত্বকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল।

এর আগে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান, সিপিবি নেতা কমরেড আনোয়ার হোসেন সুমন, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক সবুজ তাঁতী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, সাবেক ছাত্রনেতা তুহিন কান্তি ধর, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক কেএম আব্দুল্লাহ আল নিশাত, ছাত্রনেতা প্রান্তিক দীপম, শিপলু শর্মা, শাহীনুর রহমান, মাহিদুল ইসলাম, আসমা বেগম, সন্ধ্যা বাড়াইক ও ঋতিক নায়েক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম