খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমিশন বৃদ্ধিসহ একাধিক দাবিতে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। ১০ ঘণ্টা পর রোববার সন্ধ্যা ৬টায় ধর্মঘট প্রত্যাহার করেন তারা।
খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে সকাল ৮টা থেকে খুলনার তিনটি ডিপোতে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহণ ধর্মঘট শুরু করেন জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা। ধর্মঘটের কারণে ১৫ জেলায় জ্বালানি তেল পরিবহণ বন্ধ ছিল। শেখ মুরাদ হোসেন বলেন, আমাদের আন্দোলনের পর জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, শুধু গেজেট প্রকাশ নয়, দাবির বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমাদের কর্মসূচি চলবে।
এর আগে ৩ সেপ্টেম্বর কমিশন বৃদ্ধির দাবিতে তেল উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এরপর সরকারের আশ্বাসে শেষ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। ২৬ সেপ্টেম্বরও একই রকম ধর্মঘট ডেকেছিলেন ব্যবসায়ীরা। পরে ওইদিন রাতে এক বৈঠকের পর তা তুলে নেওয়া হয়েছিল।
