দিনাজপুরে জয়া খুন
প্রেমের পর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরে নারী হোটেল শ্রমিক জয়া বর্মনকে কুপিয়ে হত্যার ঘটনায় তরিকুল ইসলাম ওরফে চান্দু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে খানসামা উপজেলার পাকেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, একই হোটেলে কাজের সুবাদে ৬ মাস আগে জয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরিকুলের। পরে বিয়ে নিয়ে মতানৈক্য সৃষ্টি হলে জয়াকে হত্যার পরিকল্পনা করেন। রোববার আদালতে গ্রেফতারকে হাজির করা হলে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে তিনি এসব কথা বলেন। তিনি দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর দামপুকুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পাঁচ বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। বলেন, তরিকুল ও জয়া বর্মন দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকায় সাউদিয়া নামের এক খাবারের হোটেলে কাজ করতেন। সেখানে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে তরিকুল জয়াকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। ঘটনার দিন শহরের মহারাজার মোড় এলাকা থেকে দা কিনেন তরিকুল। পরে হোটেলের কাজ শেষে জয়া বাড়ি ফিরতে গেলে তার পথরোধ করে এবং উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তরিকুল।
২৭ সেপ্টেম্বর হত্যার শিকার হন জয়া। পরে তার স্বামী অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
