Logo
Logo
×

খবর

বগুড়ায় ফের ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পদবঞ্চিতদের হামলা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বগুড়া জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর আবারো হামলা চালিয়েছে পদবঞ্চিতরা। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। রোববার সকালে জেলা সদরের সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এ কথা জানিয়েছেন। তবে পদবঞ্চিতরা হামলার কথা অস্বীকার করেছেন। পদবঞ্চিতদের নেতা মাহফুজার রহমান দাবি করেন, অবৈধ কমিটির নেতারা গাবতলী পৌর ও গাবতলী সরকারি কলেজে কর্মিসভা করার চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের বাধা দিয়েছেন। বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, সকালে সাবগ্রাম এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির কথা শুনলেও ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

সেখান থেকে ভাঙচুর করা একটি মোটরসাইকেল উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। কেউ এটার মালিকানা দাবি করেনি।

জানা যায়, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গত বছর ৭ নভেম্বর সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেয়। পদ বঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পেয়ে কয়েকজন নেতাকর্মী ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। যদিও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতাকর্মী ওই কমিটিকে সমর্থন দেন। কিন্তু পদ বঞ্চিতদের আন্দোলনে সমর্থন রয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের। এর আগে সরকারি আজিজুল হক কলেজ চত্বরসহ বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে মারামারি হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম