অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত
নিউরো সার্জারিতে অসামান্য অবদান
যুগান্তর রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিউরো সার্জারি বিষয়ক চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছেন। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যের নিউ অর্লিয়েন্সের শেরাটনে এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি।
এ সময় অধ্যাপক কনক দক্ষিণ আমেরিকার নিউ অর্লিয়েন্সে অনুষ্ঠেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ৫ দিনব্যাপী (২৬-২৯ জুলাই ২০১৮ইং) ৩৮তম বার্ষিক সম্মেলনেও যোগদান করবেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে যাবেন।
অধ্যাপক কনক কান্তি বড়ুয়া চলতি বছরের ২৪ মার্চ বিএসএমএমইউ’র ভিসির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের বিশিষ্ট নিউরো সার্জন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি। তিনি বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালের এপ্রিল মাসে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমস (নিউরো সার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস (অ্যাওয়ার্ডেড ফেলোশিপ অব ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স) অ্যাওয়ার্ডে ভূষিত হন। অধ্যাপক কনক ২০১২ সালে শ্রীলঙ্কা থেকে অনারারি এফএসএলসিএস এবং কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স, পাকিস্তান থেকে অনারারি এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে ৪৭টিরও বেশি গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ দেশি-বিদেশি জার্নাল ও আন্তর্জাতিক নিউরো সার্জিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিউরো সার্জারিতে অসামান্য অবদান
অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত
নিউরো সার্জারি বিষয়ক চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড-২০১৮ লাভ করেছেন। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যের নিউ অর্লিয়েন্সের শেরাটনে এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি।
এ সময় অধ্যাপক কনক দক্ষিণ আমেরিকার নিউ অর্লিয়েন্সে অনুষ্ঠেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ৫ দিনব্যাপী (২৬-২৯ জুলাই ২০১৮ইং) ৩৮তম বার্ষিক সম্মেলনেও যোগদান করবেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছেড়ে যাবেন।
অধ্যাপক কনক কান্তি বড়ুয়া চলতি বছরের ২৪ মার্চ বিএসএমএমইউ’র ভিসির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের বিশিষ্ট নিউরো সার্জন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি। তিনি বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালের এপ্রিল মাসে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমস (নিউরো সার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস (অ্যাওয়ার্ডেড ফেলোশিপ অব ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স) অ্যাওয়ার্ডে ভূষিত হন। অধ্যাপক কনক ২০১২ সালে শ্রীলঙ্কা থেকে অনারারি এফএসএলসিএস এবং কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স, পাকিস্তান থেকে অনারারি এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে ৪৭টিরও বেশি গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ দেশি-বিদেশি জার্নাল ও আন্তর্জাতিক নিউরো সার্জিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।