Logo
Logo
×

খবর

উপনির্বাচনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুর-ব্রাহ্মণবাড়িয়া ফলাফল স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুটি আসনের একটি করে কেন্দ্রে করে অনিয়মের তদন্তের পর সেই প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

ওই ঘোষণার আগে লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনি বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক (পিংকু) নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। তিনি নির্বাচনের গেজেট প্রকাশ করতে ইসির কর্মকর্তাদের অনুরোধ জানান।

গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে এক ব্যক্তিকে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। এর ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে মোহাম্মদ গোলাম ফারুক (পিংকু) ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সিলমারা ব্যক্তি আজাদ ছাত্রলীগের কেউ নন। সে ছাত্রশিবিরের লোক। বিতর্কিত কাজ করেছেন বলে তাকে আরও আগেই বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়। তিনি বলেন, আমাদের বিতর্কিত করার জন্য আজাদ টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এসব কাজ করেছেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, এ দুটি আসনের ফলাফল নির্বাচন কমিশনে পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। গেজেট আকারে ফল প্রকাশের জন্য নথিও উপস্থাপন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কার্যালয়ে নির্বাচন কমিশনের এক অনানুষ্ঠানিক সভায় গেজেট প্রকাশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

পরে ইসি সচিব বলেন, আরপিওতে সংশোধনী আনা হয়েছে। এতে নতুন একটা ধারা সংযুক্ত হয়েছে। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করলেও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনে দেন তখন কমিশন ওই আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে ওই অভিযোগ আমলে নিয়ে যথাযথ তদন্ত করবে। তদন্ত প্রতিবেদনের আলোকে কমিশন সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, যেহেতু আইনে নির্বাচন কমিশনকে এ ক্ষমতা অর্পণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত দুদিন কয়েকটি গণমাধ্যমে লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে কেন্দ্রের যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে তা নির্বাচন কমিশন বিশ্লেষণ করেছে।

সচিব বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার ডিসি, এসপি এবং নির্বাচন কর্মকর্তাকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা সরেজমিন তদন্ত করে যে রিপোর্ট দেবে সে মোতাবেক কমিশন সিদ্ধান্ত নেবে।

সিইসির সঙ্গে তিন গোয়েন্দা সংস্থার বৈঠক : গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন তিন গোয়েন্দা সংস্থার প্রধানরা। বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব বলেন, সিইসির সঙ্গে কী আলাপ হয়েছে সেটা আমি জানি না। সামনে আমাদের নির্বাচনের তফশিল ঘোষণাসহ অন্যান্য বিষয়াদি রয়েছে। এজন্য এ জাতীয় আলোচনা সাক্ষাৎ প্রতিদিনই হতে পারে। আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়, এজন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বসব, বসতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম