Logo
Logo
×

খবর

বাইক কিনে পথে গেল প্রাণ

আট জেলায় শিক্ষার্থীসহ সড়কে নিহত আরও ১০

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের মহেশপুর শহর থেকে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেছে মকলেছুর রহমান নামের এক ব্যবসায়ীর। উপজেলার ইন্দারাপাড় এলাকায় বেপরোয়াগতিতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। এছাড়া আট জেলায় আরও ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে নাটোরের নলডাঙ্গায় অটোচালক, কুমিল্লার হোমনায় নৈশপ্রহরী, রাজশাহীর মোহনপুর ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালক, নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিযাত্রী, গাজীপুরের কাপাসিয়ায় কলেজছাত্র, মহানগরের পূবাইলে যুবক ও কালিয়াকৈরে দুই প্রাইভেটকারযাত্রী রয়েছেন। রোববার ও শনিবার এসব প্রাণহানি ঘটে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

মহেশপুর (ঝিনাইদহ) : নিহত মকলেছুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের আনছার আলীর ছেলে। এ সময় আহত হয়েছেন উপজেলার গোপালপুর গ্রামের ইদবার আলীর ছেলে রিফাত এবং শ্রীরামপুর গ্রামের হৃদয় নামের অপর দুই মোটরসাইকেল আরোহীও।

নাটোর : উপজেলার বামনগ্রাম এলাকায় অটোসহ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত কালাম হোসেন হরিদাখলসি গ্রামের ফজল হকের ছেলে। কালাম তার অটোরিশায় কাচ ও হার্ডবোর্ড বোঝাই করে নলডাঙ্গা বাজার থেকে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন।

হোমনা (কুমিল্লা) : উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় প্রাণহারান নৈশপ্রহরী শাহীন। তিনি হোমনা পূর্বপাড়ার রফিকুল ইসলাম ওরফে রবি মিয়ার ছেলে।

রাজশাহী ব্যুরো : ট্রাকের ধাক্কায় মোহনপুরের কালিতলায় নিহত হন মোটরসাইকেল আরোহী সাইদুর রহমান। সাইদুর উপজেলার সইপাড়ার জসিম উদ্দিনের ছেলে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরের রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের তেঁতুলতলায় দুটি মোটরসাইলের সংঘর্ষে নিহত হন আরোহী মাইদুল। তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আজিজুল হকের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুই আরোহীর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) : উপজেলায় ভালুকা-গফরগাঁও-হোসেনপুর সড়কে দীঘিরপাড় এলাকায় প্রাণ ঝরে রিকশাচালক নুরুল ইসলামের। তিনি উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আজমত আলীর ছেলে।

বেগমগঞ্জ (নোয়াখালী) : সদর উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে সিএনজি ও মালবাহী পিকআপের সংঘর্ষে নিহত হন যাত্রী ফখরুল ইসলাম। এ সময় সিএনজিটি ধুমড়ে-মুচড়ে গিয়ে গুরুতর আহত হন সিএনজিতে থাকা অপর চারযাত্রী। তবে তৎক্ষণাৎ তাদের নাম-পরিচয় জানা যায়নি। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে ফখরুল।

কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া বাজার থেকে কেনাকাটা শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে সদর ইউনিয়নের কান্দানিয়া চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারান সৌরভ দাস। সে উপজেলার সদর ইউনিয়নের বরুন গ্রামের রবীন্দ্রচন্দ্র দাসের ছেলে এবং উপজেলার খিরাটি বঙ্গতাজ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গাজীপুর মহানগর : মহানগরের পূবাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে শনিবার নিহত হয়েছেন উজ্জ্বল নামের এক যুবক। নগরীর ৪২নং ওয়ার্ডের তালটিয়া রানা ফিলিংস্টেশনের সামনে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল পূবাইল কলেজগেট এলাকার সোহরাবের ছেলে।

কালিয়াকৈর (গাজীপুর) : উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় ভোরে ঘন কুয়াশায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন আবু তাহের ও ইব্রাহীম হোসেন নামের দুই যাত্রী। মুহূর্তে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাহের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে এবং লক্ষ্মীপুর জেলার সদর থানার রুপাইচড়া কল্যাণপুর গ্রামের মৃত আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম। তারা দুজনই গাইবান্ধা থেকে ব্যবসায়িক কাজ সেরে ঢাকায় ফিরছিলেন। দুজনই ঢাকা মিরপুর পল্লবী এলাকায় সপরিবারে ভাড়া থাকেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম