Logo
Logo
×

খবর

বাঁশখালীকে এগিয়ে নিতে কাজ শুরু মুজিবের

Icon

এমএ কাউসার, চট্টগ্রাম

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পিছিয়ে পড়া বাঁশখালীকে সামনে এগিয়ে নিতে কাজ শুরু করেছেন চট্টগ্রাম-১৬ আসনের নতুন সংসদ-সদস্য মুজিবুর রহমান সিআইপি। মঙ্গলবার নির্বাচনি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারটি বিদ্যালয়ের হালচাল পরিদর্শনের মধ্য দিয়ে পাঁচ বছরের যাত্রা শুরু করেছেন তিনি। পরিদর্শনে গিয়ে সরকারি হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। এরপরই নিজ অর্থে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নে কাজ শুরু করে দিয়েছেন তিনি। আগামী এক বছরের মধ্যে বাঁশখালীর শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান করাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এ সংসদ-সদস্য।

এদিকে নির্বাচনের দিন বাঁশখালীর একটি কেন্দ্রে অবরুদ্ধ থাকার পর এলাকা ছেড়ে যান দুবারের সংসদ-সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। গত ১০ দিনেও তিনি এলাকায় যাননি। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া এই সংসদ-সদস্য কখনও প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলে অংশ নিয়েছেন, কখনও ভর্ৎসনা করেছেন দলীয় নেতাদের। ক্ষমতার দাপটে মারধর করেছেন নির্বাচন কর্মকর্তা ও সাংবাদিককে। হুমকি দিয়েছেন থানার ওসিকে। তেড়ে গেছেন এসআইয়ের দিকে। ভোটগ্রহণের শেষদিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে নির্বাচনি মাঠ থেকে ছিটকে পড়েন মোস্তাফিজ।

সূত্র জানায়, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ-সদস্য নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান চৌধুরী। ২০১৮ সালে আবার নির্বাচিত হন তিনি। সংসদ-সদস্য হওয়ার পর থেকে নানা বিতর্কে জড়ান। সবশেষ বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে থানা কক্ষে ধমক দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। বর্তমানে তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে রয়েছেন।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান নতুন সংসদ-সদস্য মুজিবুর রহমান। হাসপাতালের নানা অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, পূর্ব রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মুজিবুর। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

এরইমধ্যে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নিজ উদ্যোগে ৭০টি বেড, ১২০টি বেডশিট ও ১২০টি বালিশ সরবরাহ করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভেঙে যাওয়া দরজা-জানালা মেরামত, টয়লেট সংস্কার ও নতুন লাইট লাগানোর কাজ শুরু করেছেন সংসদ-সদস্য মুজিবুর রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম