Logo
Logo
×

কাতার বিশ্বকাপ

দক্ষিণকে হারিয়ে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টানা তিন ম্যাচ জিতে ফাইনালে ওঠা দক্ষিণাঞ্চল আসল লড়াইয়ে হেরে গেল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে রোববার রোমাঞ্চকর ফাইনালে উত্তরাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের হার তিন রানে। উত্তরাঞ্চল জিতে নেয় দ্বিতীয় শিরোপা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা উত্তরাঞ্চল দুই হাফ সেঞ্চুরিতে ২৪৪ রান তোলে। জবাবে শেষ ওভারে ১০ রানের হিসাব মেলাতে পারেনি দক্ষিণাঞ্চল। নয় উইকেটে ২৪১ রান করতে পারে মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে উত্তরাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণাঞ্চল। টপঅর্ডার ব্যর্থ হলেও মিডলঅর্ডার দলকে লড়াইয়ে পুঁজি এনে দেয়। ফজলে মাহমুদের হাফ সেঞ্চুরি (৬৫) এবং মহমুদউল্লাহ (৩৯), আকবর আলী (৪৪) ও শামীম হোসেনের (৩৭) ইনিংসে আট উইকেটে ২৪৪ রান করে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের শরিফুল ইসলাম সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

জবাবে দক্ষিণাঞ্চলের শুরুটা ছিল আগ্রাসী। চার ব্যাটার শূন্য রানে আউট হন। ওপেনার এনামুল হকের ঝড়ো হাফ সেঞ্চুরি (৪৮ বলে ৫৯) এবং মিডলঅর্ডারে নাসির হোসেনের (৬১) ও নাসু আহমেদের (৩৮) দায়িত্বশীল ব্যাটিংয়েও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের বাঁ-হাতি স্পিনার রকিবুল হাসান সর্বোচ্চ চারটি উইকেট নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম