|
ফলো করুন |
|
|---|---|
মেসির হলটা কী? ফর্মে নেই, তবুও অন্যতম সেরা তারকা ফুটবলার বলে ধরা হয় তাকে। কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই চেনা মেসি অচেনা হয়ে গেছেন। কেন এই বিপর্যয়? বিশ্লেষণ করেছেন বিবিসির ক্রীড়া সাংবাদিকরা। তারা তুলে ধরেছেন ছয়টি কারণ।
ক্লান্তি : ২০১৭-১৮ ইউরোপীয় মৌসুমে মেসি খেলেছেন ৫৪টি ম্যাচ। মাঠে ছিলেন মোট ৪৪৬৮ মিনিট। ম্যাচপিছু গড় ৮২.৭ মিনিট। অতিরিক্ত মেসি নির্ভরতার কারণে প্রায় সব ম্যাচের সব অংশ ধরেই খেলানো হয়েছে তাকে।
চোট : ছোট হলেও চোট রয়েছে মেসির। এমনই দাবি আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনের। তাদের দাবি, ডান-পায়ের ঊরুর মাংসপেশিতে সামান্য চোট রয়েছে মেসির, যার কারণে দৌড়ানো ও গতি পরিবর্তন করতে কিছুটা সমস্যা হচ্ছে তার।
সতীর্থদের খারাপ পারফরম্যান্স : দলগতভাবেই খারাপ খেলছে আর্জেন্টিনা। বাছাইপর্ব থেকেই হতাশ করছে তারা। সতীর্থদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাচ্ছেন না মেসি। তাই হতাশ দেখাচ্ছে তাকে।
রোনাল্ডোর সঙ্গে তুলনা : প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন আগুনে ফর্মে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই মেসির সঙ্গে চলছে তার তুলনা। একদিকে ডানা মেলে ধরছেন রোনাল্ডো। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকাই অনিশ্চিত আর্জেন্টিনার। সেটাও চাপে রাখছে মেসিকে।
ফোরলানের দৃষ্টিতে
তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় এসেছে আর্জেন্টিনা। স্বপ্ন অনেকটাই বিবর্ণ দলের খাপছাড়া খেলার জন্য। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র। দ্বিতীয় ম্যাচে ‘ডার্ক হর্স’ ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে লজ্জার হার। কঠিন সমীকরণের সামনে মেসির দল। ১৯৮৬ বিশ্বকাপে শেষবার জিতেছিল আর্জেন্টিনা। ৩২ বছর কেটে গেলেও সোনার হরিণ আর ছোঁয়া হয়নি দলটির। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ২০১০ বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় উরুগুয়ের দিয়েগো ফোরলান। তিনি মনে করেন, বিশ্বকাপ জয়ের প্রচণ্ড চাপের জন্যই দলটি ভালো পারফর্ম করতে পারছে না।
ফোরলান বলেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপ উপভোগ করতে পারে না। শিরোপা জয়ের প্রত্যাশাই চাপে রাখে আর্জেন্টিনাকে। আপনি যদি খেলাটা উপভোগ না করে প্রত্যাশা হিসেবে নেন, তাহলে ভালো করতে পারবেন না।’ ওয়েবাসাইট।
